মহাবল্লিপুরাম ভারতের চেন্নাই থেকে ৫৫ কিলোমিটার দূরে - Bangladesh Travelar

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 11, 2018

মহাবল্লিপুরাম ভারতের চেন্নাই থেকে ৫৫ কিলোমিটার দূরে




মামাল্লাপুরাম বা মহাবল্লিপুরাম ভারতের চেন্নাই থেকে ৫৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি জেলা শহর। সপ্তম ও অষ্টম শতকে পাল্লাভা রাজ বংশের সময়ে তৈরী মন্দির ও অন্যান্য স্থাপত্যের জন্য শহরটি প্রসিদ্ধ।



চেন্নাই থেকে খুব সহজে ও সুলভে একদিনেই ঘুরে আসা যায় শহরটি। ট্যাক্সী, স্কুটার কিংবা বাসে চেপে সহজেই ঘুরে আসা যায়। বাসে গেলে জনপ্রতি খরচ ৫০ রূপি। রিজার্ভ ট্যাক্সী বা স্কুটার মিলবে ১২০০-১৫০০ রূপিতে। বিদেশিদের জন্য টিকেটের মূল্য ৫০০ রূপি। এক টিকেটেই সব স্পট ঘুরে দেখা যাবে।
চিকিৎসা কিংবা ব্যবসায়িক কাজে অনেকেই নিয়মিত চেন্নাই যাতায়াত করেন। তাদের জন্য এ জায়গাটিতে ঘুরে আসা খুবই সহজ ও উপভোগ্য হবে।
আমাদের সকলেরই উচিত এমন কিছু না করা যাতে পরিবেশ ও সম্পদের কোন ক্ষতি সাধিত না হয়। আমরা সকলে এ বিষয়ে সচেষ্ঠ হই।



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here