মামাল্লাপুরাম বা মহাবল্লিপুরাম ভারতের চেন্নাই থেকে ৫৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি জেলা শহর। সপ্তম ও অষ্টম শতকে পাল্লাভা রাজ বংশের সময়ে তৈরী মন্দির ও অন্যান্য স্থাপত্যের জন্য শহরটি প্রসিদ্ধ।
চেন্নাই থেকে খুব সহজে ও সুলভে একদিনেই ঘুরে আসা যায় শহরটি। ট্যাক্সী, স্কুটার কিংবা বাসে চেপে সহজেই ঘুরে আসা যায়। বাসে গেলে জনপ্রতি খরচ ৫০ রূপি। রিজার্ভ ট্যাক্সী বা স্কুটার মিলবে ১২০০-১৫০০ রূপিতে। বিদেশিদের জন্য টিকেটের মূল্য ৫০০ রূপি। এক টিকেটেই সব স্পট ঘুরে দেখা যাবে।
চিকিৎসা কিংবা ব্যবসায়িক কাজে অনেকেই নিয়মিত চেন্নাই যাতায়াত করেন। তাদের জন্য এ জায়গাটিতে ঘুরে আসা খুবই সহজ ও উপভোগ্য হবে।
No comments:
Post a Comment