রাজবাড়ী ভ্রমন - Bangladesh Travelar

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 11, 2018

রাজবাড়ী ভ্রমন


ঢাকা বিভাগ এর ছোট্ট একটি জেলা - সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল সুবাতাস ও কোলাহল মুক্ত শহর আমাদের রাজবাড়ী
কিভাবে যাবেন ঢাকা থেকে - গাবতলি থেকে রাবেয়া, রাজবাড়ী পরিবহণ, সপ্তবরনা, সাউদিয়া -২৫০ টাকা (বি আরটিসি বাসে ১০০ টাকা পাটুরিয়া, লঞ্চ ২৫ টাকা, আবার লোকাল বাস ৩০ টাকা -১৫৫ টাকায় রাজবাড়ী শহর)
কি কি দেখবেন ::
১. গোদার বাজার/পদ্মার পাড় - শহর থেকে ১০ টাকা অটো ভাড়া - সন্ধ্যাটা পদ্মার পানিতে পা ভিজিয়ে আড্ডা আর চটপটি বা অন্যকিছুতে কাটাতে পারবেন
২. বিশিষ্ট সাহিত্যিক মীর মোশারফ হোসেন স্মৃতি কেন্দ্র - বালিয়াকান্দি উপজেলার পোদোমদী নামক জায়গায় - শহর থেকে ২০ কিলোমিটার (বাস ও অটো তে - ৫০ টাকা)
৩. পাচুরিয়া কুঠি ও মন্দির - শহর থেকে অটো তে জাওয়া জায় ১৮০০ সালের দিকের স্থাপনা -৭/৮ কি.মি
৪. শাহ পালোয়ান এর মাজার - বহরপুর নামক স্থানে - শহর থে কে ৮/৯ কিমি
৫. রাজবাড়ী রেল স্টেশন : ১৮৯০ সালে স্থাপিত রেল স্টেশন - অবকাঠামো তেমন না হলেও যে কারোর ই ভালো লাগবে
খাওয়া : মিষ্টি - রাজবাড়ী র চমচম এর(শংকর ও ভাদু শাহ - বাজার এর ভিতর) আছে খ্যাতি দেশ জুড়ে, জারা পোড়াবাড়ীর চমচম খেয়েছেন তারা নির্ঘাত মেনে নিবেন রাজবাড়ী কেন সেরা??

রেলগেট (মুল বাজার) এ সালমা হোটেল এ দেশি মাছের সমাহার পাবেন - বড় বাচা, বোয়াল,শোল - সব ই পদ্মার (দামটা একটু বেশি-১৫০ -৩০০, এবং বিরিয়ানি পাবেন। ১৫০ টাকায়)
এইই অঞ্চল এ দেশি জাতের সেরা পেয়াজ ও রসুন উতপাদিত হয় - পাংশা ও বালিয়াকান্দির বিভিন্ন মাঠে
বি. দ্র- পৃথিবীর অন্যতম বৃহত্তম পতিতালয় ও কিন্তু রাজবাড়ীর গোয়ালন্দতে অবস্থিত (ফেরী ঘাট এর পাশে) - নিজে জেনে বুঝে জাবেন |
খুব সহজে ই ঘুরতে পারবেন - ফেরি ঘাটে জ্যাম থাকতে পারে - তথ্য নিয়ে আসবেন
ভ্রমনকালীন পরিচ্ছন্নতা বজায় রাখুন - পরিবেশ নোংরা করবেন না |
ধন্যবাদ

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here