মায়ং কপাল / হাতিমুড়া সিঁড়ী / স্বর্গের সিঁড়ী - Bangladesh Travelar

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, June 12, 2018

মায়ং কপাল / হাতিমুড়া সিঁড়ী / স্বর্গের সিঁড়ী

ঘুরে আসলাম খাগড়াছড়ি শহরের একটি প্রায় undiscovered যায়গা। খাগড়াছড়ি শহরের প্রায় ৮০ ভাগ মানুষই জানে না যায়গা টা কোথায় এবং কিভাবে যেতে হয়।


দুই বন্ধু মিলে বের হয়ে গেলাম মায়ং কপাল এর উদ্দেশে। চট্টগ্রাম থেকে সকালে ৭ টায় অক্সিজেন মোড় থেকে উঠে পড়লাম শান্তি পারিবহন এ খাগড়াছড়ি এর পথে। ১০.৩০ এ আলুটিলা পার হতেই জ্যাম এ আটকা পরলাম সামনে গাছ এর ট্রাক উল্টে গেসে রাস্তা বন্ধ। বাস থেকে নেমে হাটা শুরু করে দিলাম শহরের দিকে। ১২ টা নাগাদ শহরে পৌঁছে গেলাম হাল্কা নাস্তা করে চলে গেলাম হাতিমুড়া সিঁড়ী দেখতে।

এদিক ওদিক কোন লোকাল কাওকে কিছু জিজ্ঞেস না করলেই ভালো হবে কারন যত জিজ্ঞেস করবেন সবাই ততোটাই confused হয়ে যাবেন বেশীরভাগ মানুষ এ চিনে না ঠিকভাবে এবং যারা চিনে বলবে এখানে যেতে পারবেন না রাস্তা ভালো না, অইখানে বাঙালি গেলে নিরাপদ না, আরও অনেক রকম এর কথা । কারন মাস খানিক এভাবে উল্টা জায়গায় চলে গিছেলাম সাথে বৃষ্টি এর জন্য সিঁড়ী না দেখেই চলে আসতে হয়েছিল।
কিভাবে যাবেন : খাগড়াছড়ি শহর থেকে যেকোনো টমটম কে বলবেন পানঞ্ছরি রোড এ জামতলি যাবো। ভাড়া জনপ্রতি ১০ টাকা। পানঞ্ছরি রোডে কিছু দূর গেলেই খাগড়াছড়ি স্টেডিয়াম পাড় হলেই জামতলি যাত্রী ছাউনি এর সামনে নেমে যান। বাম দিকে রাস্তা পাবেন। ১০ মিনিট হাঁটলেই সামনে একটি খাল পাবেন চেঙ্গি খাল। খাল পাড় হয়ে সামনে একটি পারা পাবেন। পারা তে ঢুকতেই খাল পার হওয়ার জন্য জনপ্রতি ৫ টাকা দিতে হবে। সিঁড়ী তে যাওয়ার আগে এখানেই শেষ কিছু দোকান পাবেন তাই কিছু কিনতে হলে এখান থেকেই নিয়ে যেতে পারবেন। চাইলে ঐ বাজার থেকে দোকানে কথা বলে দরদাম করে একটি কোন গাইড নিয়ে নিতে পারেন ঝামেলা অথবা সময় বাচাতে চাইলে। গাইড নিয়ে যাওটাই ভালো কারন সামনে কয়কবার ২টা রাস্তা পরবে এবং এই সিঁড়ী তে যাওয়ার অনেক গুল রাস্তা আছে। গাইড নিয়ে বেরিয়ে পড়ুন। প্রায় ঘণ্টা খানিক ট্র্যাকিং ২/৩ টা ছোট পাহাড় পার হতে হবে। যাদের ট্র্যাকিং এর অভ্যাস নেই তাদের আরও বেশি সময় লাগবে। বৃষ্টি রাস্তা অনেক খারাপ থাকে তাই এখন যাওটাই ভালো।
খরচ : ঢাকা – খাগড়াছড়ি বাস ৫২০ + নাস্তা ৫০ + টমটম ১০ + খালপার ৫ + গাইড ১০০ + শুকনা খাবার ৭০ + টমটম ১০ + খালপার ৫ + ঢাকা – খাগড়াছড়ি বাস ৫২০ = ১২৮৫/=

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here