মাএ ২০ মিনিটের প্লান আর সাথে ৫০০ টাকা খরচ করে ঘুরে আসলাম মেঘ আর পাহাড় এর রাজ্য থেকে, ১ দিনের ভিতর। 😊
যেভাবে যাবেন :
# ঢাকা থেকে রাত ১০:৩০ টায় মেইল ট্রেনে (লোকাল ট্রেন) করে সীতাকুণ্ড। ভাড়া ১২০টাকা। সকাল ৭ টার ভিতর সীতাকুণ্ড স্টেশনএ পৌছে যাবেন।
# ঢাকা থেকে রাত ১০:৩০ টায় মেইল ট্রেনে (লোকাল ট্রেন) করে সীতাকুণ্ড। ভাড়া ১২০টাকা। সকাল ৭ টার ভিতর সীতাকুণ্ড স্টেশনএ পৌছে যাবেন।
# ট্রেন থেকে নেমে, ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিন ২০-৩০ টাকার মধ্যে।
# তারপর চন্দ্রনাথ বাজারে থেকে CNG ভাড়া করে চন্দ্রনাথ পাহাড়ে চলে যান। ভাড়া জন প্রতি ২০ টাকা।
# পাহাড়ে উঠার আগে পানি, রুটি, কলা, চিপস কিনে নিন। কারন পাহাড়ে ভাল কোন হোটেল বা দোকান নেই।
# ২০ টাকা দিয়ে একটি বাশ কিনে নিবেন অবশ্যই, কারন পাহাড়ে উঠার সময় বাশ খুবই সহায়ক।
# পাহাড়ে উঠতে প্রায় ২ ঘন্টার মত লাগবে, সারাদিন পাহাড়ের সুন্দর্য উপভোগ করুন।
# আকাশ মেঘলা থাকলে পাহাড়ে মেঘ দেখার সুযোগ পাবেন।
# সন্ধ্যা ৬ টার আগে পাহাড় থেকে নেমে সীতাকুণ্ড বাজারে চলে আসুন তারপর ৬:৩০ চট্রগ্রাম যাওয়ার ট্রেনে উঠে পড়ুন। রাত ৭:৩০ টার ভিতর চট্রগ্রাম পৌছে যাবেন।
# তারপর রাতের খাবার খেয়ে নিন। চট্রগ্রাম থেকে রাত ১০:৩০ টার মেইল ট্রেনে চড়ে ঢাকায় চলে আসুন। ভাড়া ১২০ টাকা।
# সকাল ৭ টার ভিতর ঢাকা চলে আসবেন।
বি:দ্র: ঘুরতে গিয়ে যেখানে সেখানে পানির বোতল, পলিথিন ফেলবেন না।
দেশটা তো আমাদের, আমরাই যদি নোংরা করি তাহলে রক্ষা করবে কে?
দেশটা তো আমাদের, আমরাই যদি নোংরা করি তাহলে রক্ষা করবে কে?
No comments:
Post a Comment