এটা আমার এক বড় ভাই এর অভিজ্ঞতা - Bangladesh Travelar

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 29, 2018

এটা আমার এক বড় ভাই এর অভিজ্ঞতা

১ দিনের ট্যুরে চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালি সি-বিচ এবং মহামায়া লেকে কায়কিং অভিযান। খরচ ১০০০/১২০০ টাকা।
যেভাবে যাবেন:
কমলাপুর থেকে রাত ১০.৩০ এর চট্রগ্রাম মেইল ট্রেনে করে রওনা দিয়ে সকাল বেলা সীতাকুন্ড ষ্টেশন এ নেমে পড়বেন টিকেট ১১০ টাকা লোকাল।
স্টেশন থেকে একটু সামনে আসলে সি এন জি পাওয়া যায় চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য জন প্রতি ২০ টাকা ভাড়া। (পাহাড়ের উঠার আগে অবশ্যই সবাই আলাদা ভাবে পর্যাপ্ত পরিমানে পানি এবং শুকনা খাবার নিয়ে উঠবেন খেজুর হলে ভালো হবে। চন্দ্রনাথ পাহাড় জয় করে ১২.৩০ টার দিকে ব্যাক করুন সীতাকুন্ড বাস স্ট্যান্ড।
তারপর বাস স্ট্যান্ড সিএনজি করে চলে যাবেন গুলিয়াখালির উদ্দেশ্যে ভাড়া ২০ টাকা। গুলিয়াখালি নেমে ট্রলার দিয়ে সমুদ্র ঘুরে দেখতে পারেন পার পারসোন ৩৫ টাকায় ঠিক করেছি কিন্তু দাম চাইবে ৫০/৭০ টাকা। গুলিয়াখালি উপভোগ করা শেসে। আবার বাস স্ট্যান্ড ব্যাক করুন এবং দুপুরে একটা জম্পেশ খাবার খেয়ে সীতাকুন্ড বাস স্ট্যান্ড থেকে লেগুনা/বাস/মিনি বাসে করে মিরসরাই মহামায়া বাজারে চলে আসবেন ৩০/৩৫ টাকা ভাড়া দামদর করে উঠবেন।





মহামায়া বাজার থেকে রাস্তার বিপরীত পাড়ে গিয়ে সিএনজি তে উঠবেন মহামায়া লেক যাওয়ার জন্য ভাড়া ১৫ টাকা। এবং নামার পর লেক প্রবেশ ফি ১০ টাকা। চেস্টা করবেন ৩.৩০/৪.০০ টার ভেতরে লেকে থাকার তা নাহলে কায়কিং এ সিরিয়ালে থাকতে হবে। কায়কিং প্রতি বোট ৩০০ টাকা ২ জন বসা যায়। তবে স্টুডেন্টদের আইডি কার্ড শো করলে পার বোড ২০০ টাকা। সন্ধার মধ্যে কায়কিং শেস করে মহামায়া বাজার এসে সিএনজি তে উঠবেন মিঠাছড়া বাজার যাওয়ার জন্য ভাড়া ১০ টাকা সেখান থেকে বাসের টিকট রাতের খাবার শেস করে রাত ১০/১১ টার বাসে করে ঢাকায় ব্যাক করবেন পরের দিন সকালে ইনশাআল্লাহ ঢাক।



নোট : যেখানেই ঘুরতে যাই না কেন অপচনসীল দ্রব্য যেমন: পলিথিন,প্লাস্টিকের বোতল,খাবার প্যাকেট,সিগারেটের প্যাকেট ইত্যাদি পানিতে না ফেলে যেখানে সেখানে না ফেলে নির্দিস্ট স্থানে ফেলি। একজন ট্রাভেলার হিসেবে প্রকৃতি কে রক্ষা করি।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here