রুপকথার দেশ চীন - Bangladesh Travelar

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, June 6, 2018

রুপকথার দেশ চীন


রুপকথার দেশ চীন
ভিসা :
চায়না ভিসার জন্য ৬/৭ দিন লাগে |
তার আগে ২/৩ ট দেশের স্টিকার ভিসা লাগে , তখন ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে |
হোটেল :
হোটেলের ভাড়া শহর বুঝে একেকরকম হয় যেমন মোটামুটি মানের হোটেলের ভাড়া ৪০ থেকে ৬০ ডলার
ভাষা : চাইনিজ
মুদ্রা: ইউয়ান, আরএমবি
১ ডলার = ৬.৩
ব্যাংক অফ চায়না থেকে ডলার exchange করতে হবে, দরকারী ডকুমেন্টস লাগে পাসপোর্ট, হোটেলের ঠিকানা ও মোবাইল নাম্বার
উড়োজাহাজের ভাড়া :
ফ্লাইটের অন্তত ১ মাস আগে টিকিট কিনলে একটু কম দামে পাওয়া যাবে |
সাংহাই শহর :
এয়ারপোর্টে নেমে শহরের মানচিত্র নিতে হবে এয়ারপোর্টের ভিতরে থেকে যেখানে অনেক তথ্য পাওয়া যাবে, মেট্রো ও যোগাযোগের বিস্তারিত বর্ননা|
সাংহাই হচ্ছে চায়নার একটি অন্যতম এবং বড় শহর |
এই শহরের পাশে দিয়ে Huangpu নদী বয়ে গেছে | 
সাংহাই তে দেখার মতো দর্শনীয় স্হান ও বস্তু হচ্ছে
১. ওরিয়েন্টাল পার্ল টাওয়ার
২. নানজিং লু
৩. ওল্ড ফ্রেঞ্চ কনসেশান
৪. দ্যা বাল্ড
৫. আজাদের বুদ্ধা টেম্পল
৬. পিপলস স্কোয়ার
৭. সাংহাই ওল্ড টাউন
৮. শিকুম্যান জাদুঘর
৯. ওয়াল্ড ফাইনানসিয়াল সেন্টার বিল্ডিং
১০. সাংহাই ক্রুজ বন্দর
১১. জীন ম্যাও টাওয়ার
১২. Pudong
১৩. Shanghai expo pavilion
১৪. আর্ট গ্যালারি

চায়না দেশটা ফুলে ফুলে সাজানো।
শহরের প্রতিটি রাস্তার দু'পাশে সাজানো রয়েছে সারি সারি ফুল গাছ।

সে এক অপরূপ দৃশ্য।
কঠোর আইন এবং তার বাস্তবায়ন রয়েছে চায়নাতে। 
কাজেই, চাইনিজরা বাধ্যতামূলক ভদ্র আচরণে অভ্যস্ত!চাইনিজরা যেহেতু ইংলিশ জানে না এবং আমিও যেহেতু চাইনিজ জানি না; সুতরাং দরকারী হচ্ছে গুগল ট্রান্সলেট
যাই হোক, আমার সবচে প্রিয় শহর স্যাংহাই শহরই অসম্ভব রকমের পরিস্কার পরিচ্ছন্ন 
চায়নার শুধু রাস্তাগুলিই সুন্দর না, ওদের পাবলিক টয়লেটগুলিও চমৎকার পরিচ্ছন্ন। চাইনিজরা কখনওই পশু-পাখি মতো রাস্তাঘাটে যত্রতত্র মলমুত্র ত্যাগ করে না।
প্রতিটি বাথরুমই পরিপাটি, সাজানো। 
কিন্তু সমস্যা হলো চায়নাতে কোন বাথরুমেই পানির ব্যবস্থা নেই। চাইনিজরা বাথরুমে পানি ব্যবহার করে না।
ওরা ভীষন সহযোগীতাপরায়ণ।
খাবার :
চীনে/ সাংহাই তে অনেক হালাল খাবারের রেষ্টুরেন্টে আছে যেখানে সব হালাল খাবার পাওয়া যাবে মোটামুজি দামে |
সাংহাই তে ছয়টি মসজিদ আছে মুসলমানদের জন্য ....
যেকোনো তথ্য জানতে ইনবক্সে করতে পারেন, যতটুকু সম্ভব সহযোগিতা করব|
পরিবেশ দূষণ যেন না হয় তা সবসময়ই খেয়াল রাখতে হবে এবং শহরের বিভিন্ন জায়গায় ডাষ্টবিন আছে তাতে ময়লা আবর্জনা ফেলতে হবে |

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here